"মোর বৃন্দাবন"
picture from google |
শ্যামের বৃন্দাবন, ওগো প্রেমের বৃন্দাবন ||
শিখি নাচে, কোয়েল ডাকে, কপি করে নাচন-কোঁদন |
সূর্য্যি হেঁসে ফোটায় ফুল, শীতল বাতাস দেয় কাঁপন -
চল রে মন যাই চলে, সেই মধু বৃন্দাবন -||1||
মন জাগে ভোরের আলোয়, শুনে হারিগুণকীর্তন,
নিদ্রারানীর চুমা আসে, নান্দলালা করে শ্রবণ -
চল রে মন যাই চলে, সেই মধু বৃন্দাবন -||২||
রাধারাণীর চরণ পরশে, পুলকিত রোজ নিধুবন,
কৃষ্ণলীলা যেথায় রাজে, নিত্য সেই ব্রজকানন -
চল রে মন যাই চলে, সেই মধু বৃন্দাবন -||3||
সেথা, দয়াল ঠাকুর, কোন যে বেশে, দেবে যে দরশন,
দুষ্টু-মিষ্টি হাঁসিমাখা, চতুর সেই নয়নন -
হয় রে মন খোঁজে-ফেরে চতুর সেই দরশন -
চল রে মন যাই চলে, সেই মধু বৃন্দাবন,
সেই শ্যামের বৃন্দাবন, আমার প্রিয় বৃন্দাবন -||4||
©নন্দিনী মিত্র ব্যানার্জি , জুলাই 26, 2016