সন্ধ্যাতরী
শুনি ধ্বনিঃ
ওই কাঁসর-ঘন্টা -শঙ্খ ও প্রাচীন ঘড়ির -
কল-কাকলি শত বিহঙ্গের , ছায়াপথে দিনরবির -।।
হাসিমাখা
অরুনোদয় মিশে যায়
ঝকঝকে দিনের
আনন্দে -
চুপিসাড়ে কখন
ঘনিয়ে এল গোধূলি
picture from google |
ওই পড়ন্ত দিগন্তে -।।
হায়, কখন সোনালি
বেলা,
চলে গেল মোর
খেলায় -
ওই বুঝি এল
মোর ডাক
এবার নিজ আলয়
ফেরার -।।
খেলায় মত্ত হয়ে প্রভু হায়
বহুদূরে চলে
গেছি -
সন্ধ্যা তরী ছাড়ার ঘন্টা
বাজে দূরে ওই
বুঝি ?
অবসন্ন আমি,
শ্রান্ত, ক্লান্ত, ঘাট যে বহু দূরে -
তাও ছুটেছি
এই বেলা আমি , কিন্তু পথ যে যায় হারিয়ে !
তীরে এসে দেখি,
দূরে ওই তরী, চলেছে বিজয়ী গর্বে -
আমায় ফেলে একা, ঘন আঁধার ঘেরা , শূন্য ওই ঘাটে |।
মিটমিট তারা
তাকিয়ে বলে -"এত দেরি কেন পান্থ ?
ওরা চলে গেছে
আনন্দালয়ে, করে সব খেলা সাঙ্গ !"
আমি কেঁদে বলি,
"অজ্ঞান আমি, হতবুদ্ধি, মোহাবেশে -
শত দোষ মোর
ক্ষমা কর প্রভু, পার কর আমারে, --
এবার পার কর
আমারে -।।
আগস্ট ৮,২০০২
(অসলো )
© নন্দিনী মিত্র ব্যানার্জি
No comments:
Post a Comment